Posts

Image
  আর রাহীকুল মাখতুম ( সংক্ষিপ্ত-রিভিউ ) পর্ব -১ খ্রিস্টপূর্ব ২৫০০ অব্দে আরবে মুস্তারিবা গোত্রের পূর্ব পুরুষ হযরত ইব্রাহীম (আঃ)  ইরাকের “আর” শহরের অধিবাসি ছিলেন। এটি ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে কুফার কাছাকাছি একটি শহর। ইব্রাহীম আঃ সেখান থেকে হারানের দিকে দ্বীন প্রচারের উদ্দেশ্যে হিজরত করেন ও পরে ফিলিস্তিন হিজরত করেন এবং ফিলিস্তিন হয় দাওয়াতের মারকাজ । তিনি এই শহরের প্রত্যন্ত অঞ্চলে তাওহীদের দাওয়াত দিতেন। অত্র গ্রন্থের লেখক মাওলানা সফিউর রহমান মোবারকপুরী (রহঃ) মশহুর সেই গঠনাটি উল্লেখ করেন-যেটি ছিল একটি সফর, সাথে ছিলেন বিবি সারা (আঃ) । ঘটনাক্রমে এক বাদশাহর হাতে উভয়ে ধরা পড়েন। বাদশাহ বিবি সারার দিকে অসৎ উদ্দেশ্য চরিতার্থে হাত বাড়ায়- সারা আঃ আল্লাহর কাছে দুয়া করেন,  ফলে তার হাত শরীর অবস হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকতে হয়। বাদশাহ বুঝতে পারল তিনি  নেককার নারী, বাদশাহ তখন ভয় পেয়ে গেল এবং সারা আঃ এর সম্মানার্থে তাঁকে একটি খাদেমা দান করেন -যার নাম ছিল হাযেরা (আঃ)। বিবি সারা (আঃ) সেই বাদীকে ইব্রাহীম (আঃ) কে হাদিয়া দেন, ইব্রাহীম (আঃ) হাযেরা (আঃ) কে বিয়ে করেন । হাযেরা আঃ হতে ইসমাইল আঃ এর জন্ম হয় যদিও